৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম দেশ রাশিয়া

0
94

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আর মাত্র ৪২ দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। যে বইমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বইপ্রেমীরা।

সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র

ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনেভা প্রকাশিত আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুসারে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ২৯ জানুয়ারী। চলবে ৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।

নিজস্ব চিত্র

সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে হবে এই বইমেলা। কলকাতা বইমেলা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই সময়সীমা ঘোষণা করেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

নিজস্ব চিত্র

এই সাংবাদিক সম্মেলনে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সংক্রান্ত নানা বিষয় বলেন কর্তৃপক্ষরা। এবারের বইমেলার ফোকাল কান্ট্রি থিম রাশিয়া। আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের অন্যতম উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবারেও অংশগ্রহণ করবে ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাপান, ফ্রান্স, আর্জেন্তিনা, মেক্সিকো, গুয়াতেমালা, বাংলাদেশ, পেরু, এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ।

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০-তে অংশগ্রহণ করছে জাতীয় স্তরের প্রকাশকরাও। দিল্লী, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, নাগাল্যান্ড, আসাম, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা থেকে এবছরও প্রকাশকরা এই বইমেলায় অংশগ্রহণ করতে চলেছেন।

নিজস্ব চিত্র

এবারের বইমেলায় উদযাপন করা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী । গত ৬ বছরের মতোই ২০২০-র আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে কলকাতা সাহিত্য উৎসব। সপ্তম বছরের কলকাতা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। এই উৎসবে বিভিন্ন আলোচনাচক্রে উপস্থিত থাকবেন ভারত ও দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, সিনেমা-নাট্যজগত ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব।

নিজস্ব চিত্র

প্রতিবছরের মতো এবছরও নতুন চমক নিয়ে বইপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শহরে আসছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। যাকে বলা হয় কলকাতার অহংকার। এবারেও ঠান্ডা আমেজে জমজমাট হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here