সোমবার সকাল থেকেই বিশেষ নিয়মে খুলছে কলকাতার ৪৬টি পুর বাজার!

0
69

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণের সময়েও যেভাবে মানুষ ভিড় করে বাজার করছিলেন, তাতে সমস্ত বাজার বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কলকাতা পুরসভা।

কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশমত জোড়-বিজোড় সংখ্যার নীতি মেনে সোমবার সকাল থেকেই বিশেষ নিয়মে খুলে যাচ্ছে কলকাতার ৪৬ টি পুর বাজার! তবে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই কড়া কিছু বিধিনিষেধ মানতে বলা হয়েছে।

46 municipal market opening tomorrow in kolkata | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, সোমবার থেকে জোড়-বিজোড় নীতি মেনেই শহরের পুর-বাজারের দোকানগুলি খোলা হবে। তবে কোনও বাজার যদি কনটেনমেন্ট জোনের আওতায় থাকে, সেগুলি খোলা হবে না।

এই বিষয়ে কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দিয়েছেন, বাজার খোলার পর আশপাশের এলাকায় করোনা রোগীর সন্ধান পাওয়া গেলে, বাজারগুলি ফের বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে কোন দোকানে কতজন গ্রাহক দাঁড়াতে পারবেন, কতক্ষণ বাজার খোলা থাকবে তাও কলকাতা পুরনিগমের তরফে বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভাড়াবৃদ্ধির দাবীতে অনড় বাস মালিকরা

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত ওই সব বাজার খোলা থাকবে। বিকাল সাড়ে ৫টার পরই বাজারে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।গ্রাহকদের যেমন মাস্ক ছাড়া বাজারে ঢুকতেই দেওয়া হবে না ঠিক তেমনি দোকানদার ও দোকানের কর্মচারীদেরও মাস্ক ও গ্লাভস দুই পরতে হবে।

বড় দোকানগুলিতে একসঙ্গে ৫ জন গ্রাহক ঢুকতে পারবেন আর ছোট দোকানগুলিতে সর্বাধিক ২ জন। বাজারগুলি নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি সংস্থার কর্মীদের। সেই সঙ্গে নজর রাখবে স্থানীয় পুলিশও।

স্থানীয় বাসিন্দারা যদি বাজারে ভিড় জমান তাহলে পরেরদিন থেকেই বন্ধ করে দেওয়া হবে সেই পুর বাজার।সেই সঙ্গে প্রতিটি বাজারের বাইরে রাখা থাকবে সাবান ও জল। হাত ধুয়ে তবেই ঢোকা যাবে বাজারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here