ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা পরিস্থিতি কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। চড়চড় করে বেড়েই চলেছে নতুন আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৪৪ জন মানুষের, সঙ্গে মোট মৃত্যু প্রায় ৫০ হাজারের কাছাকাছি।
Spike of 63,489 cases and 944 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 25,89,682 including 6,77,444 active cases, 18,62,258 discharged & 49,980 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/55ZQrgdo0P
— ANI (@ANI) August 16, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৪৮৯ জন, সঙ্গে মৃত্যু হয়েছে ৬৩৪৮৯ জনের।
এই মুহূর্তে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জন। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৯৮০।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584