আজকে ভারতে আসছে ৫ টি রাফাল যুদ্ধবিমান

0
47

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অপেক্ষার অবসান। আর কিছুক্ষণের মধ্যেই ভারতে এসে পৌঁছবে বহু বিতর্কিত ৫ টি রাফাল যুদ্ধবিমান। হরিয়ানার আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবে সেগুলো। ফ্রান্স থেকে সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে আম্বালা এয়ারবেসেই ল্যান্ড করবে বহু প্রতীক্ষিত পাঁচ রাফাল ফাইটার জেট। মাঝ আকাশে জ্বালানি ভরেছে গতকালই। এবার সরাসরি আম্বালাতে অবতরণ করবে আজ, বুধবার বেলা ২টো নাগাদ। তার জন্য আম্বালা বায়ুসেনা ঘাঁটি ও তার আশপাশে সুরক্ষাব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

jets | newsfront.co
সংবাদ চিত্র

বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানগুলোকে স্বাগত জানাবেন। দুই দশকেরও বেশি সময় পর ভারতে কোনও যুদ্ধবিমানের অধিগ্রহণ করা হচ্ছে। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা দাসল্ট এভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্যে ৫৯,০০০ কোটি টাকার একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুসারেই ভারতকে এই যুদ্ধবিমান জোগান দিচ্ছে ফ্রান্স।

এয়ার ফোর্স স্টেশন সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকেই। আজ বিকেল ৫টা অবধি রাস্তা বন্ধ থাকবে। এয়ারবেস লাগোয়া চারটি গ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাস্তাঘাটে লোকজনের জমায়েত, বাড়ির ছাদে উঠে প্রস্তুতি দেখার অনুমতি নেই কারও। কোনো ছবিও তোলা যাবে না। রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। এয়ারবেস ও লাগোয়া চত্বরে আকাশে চক্কর কাটছে ড্রোন। চারদিক থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। যদিও স্থানীয় এক বিধায়ক রাফালকে স্বাগত জানাতে স্থানীয়দের মোমবাতি জ্বালানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ অযোধ্যায় রামমন্দিরের ‘ভূমিপূজন’ সম্প্রচার করার আগে মুচলেকা দিতে হবে সংবাদমাধ্যমকে

রাফাল যুদ্ধবিমান রাখার জন্য আম্বালা বিমানঘাঁটিতে আলাদা করে পরিকাঠামো তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বিমান রাখার জায়গা (হ্যাঙ্গার), এয়ার-স্ট্রিপ ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। ভারতীয় বায়ুসেনার “গোল্ডেন অ্যারোস” এ যোগ দিচ্ছে ৫টি রাফাল যুদ্ধবিমান।

বায়ুসেনা সূত্রে খবর, ভারতের জন্য ১০টি রাফাল জেট তৈরি রেখেছে ফরাসি সংস্থা। তার মধ্যে পাঁচটি চলে আসবে এ বছরেই। মে মাসেই প্রথম চারটি রাফাল ভারতের হাতে আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে এই সময় পিছিয়ে যায়।

আরও পড়ুনঃ রাফাল বিমানের প্রথম পাইলট কাশ্মীরের হিলাল আহমেদ

ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রেও নির্ভুল নিশানা লাগাতে পারে। ৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারে রাফাল। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের।

ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “নির্ধারিত সময়ের মধ্যে ১০ টি বিমান প্রস্তুত হয়েছে। প্রশিক্ষণের জন্য অন্য ৫টি বিমান আপাতত ফ্রান্সেই রয়েছে। তবে ২০২১ সালের শেষের মধ্যে ৩৬ টি বিমানই তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here