ওয়েবডেস্কঃ
উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের দেশে ফেরার মাঝেই, কাশ্মীরের কুপওয়াড়া জেলায় জঙ্গি ও সুরক্ষা বাহিনীর লড়াইয়ে পাঁচ সুরক্ষা কর্মী ও এক অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
J&K: Five security personnel, a civilian killed in encounter in Kupwara, say officialshttps://t.co/NVrwuJWE6d pic.twitter.com/rnSF6Idyly
— scroll.in (@scroll_in) March 1, 2019
গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার বাবাগান্ড এলাকা ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। শুরু হয় জঙ্গি ও সুরক্ষা বাহিনীর গুলির লড়াই।
সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে ঘটনায় এখন পর্যন্ত পাঁচ সুরক্ষা কর্মী ও এক অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে ।ঘটনায় আহত হয়েছেন ৯ জন সুরক্ষা কর্মী।
শহীদ পাঁচ জনের মধ্যে একজন সিআরপিএফ ইন্সপেক্টর , একজন সিআরপিএফ জওয়ান, দুজন আর্মি ও একজন পুলিশ কর্মি আছেন বলে জানা গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই এখনো চলছে।
(ছবি প্রতীকী, সৌজন্যে-টাইমস অফ ইন্ডিয়া)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584