উত্তরাখন্ড নির্বাচনের প্রাক্কালে আগামী ৫ বছরের জন্য আয়করে ছাড় রামদেবের পতঞ্জলিকে

0
40

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে রামদেবের সংস্থা পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্ট আগামী পাঁচ বছরের জন্য করে ছাড় পেল। অর্থাৎ এই পাঁচ বছর ট্রাস্টে যত আর্থিক অনুদান জমা পড়বে তার জন্য কোন কর দিতে হবে না সংস্থাকে।

Baba Ramdev
সৌজন্যেঃ বিবিসি

আগামী বছর রয়েছে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে পতঞ্জলিকে এই বিপুল পরিমাণ কর ছাড় দেওয়ায় তারা শাসকদল বিজেপির হয়ে আর্থিক লেনদেন করতে পারে এই অভিযোগ তুলেছেন বিরোধীরা। অবশ্য পতঞ্জলি সংস্থার সিইও আচার্য বালকৃষ্ণ এই অভিযোগের বিরোধিতা করে বলেন, তাদের সংস্থা আদৌ কর্পোরেট ঘরানার নয় যে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের থেকে সুবিধা নেওয়া এবং পরিবর্তে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করবে। দেশের সাধারণ মানুষের উন্নতির লক্ষ্যেই কাজ করে পতঞ্জলি।

আরও পড়ুনঃ টাইপের ভুলে ‘Semen’ থেকে ‘Semman’, নিম্ন আদালতে ছাড় পেলেও হাইকোর্টের রায়ে শাস্তি ‘পকসো’ আইনে অভিযুক্তের

তথ্য প্রযুক্তি আইনের অধীনে পতঞ্জলিকে গবেষণা কেন্দ্র হিসেবে গণ্য করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। একই সঙ্গে আয়কর আইনের ৩৫ ধারা অনুযায়ী, কোন গবেষণা সংস্থা অন্যান্য বিভিন্ন সংস্থা বা ব্যক্তির কাছ থেকে গবেষণার জন্য আর্থিক অনুদান পেলে তার জন্য অতিরিক্ত কর দিতে হয়না নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। অর্থাৎ চলতি আর্থিক বর্ষ ২০২১-২০২২ থেকে শুরু করে ২০২৬-২০২৭ অর্থ বর্ষ পর্যন্ত প্রাপ্ত আর্থিক অনুদানের ওপর কোন কর দিতে হবে না পতঞ্জলি গবেষণা কেন্দ্রকে।

আরও পড়ুনঃ ইন্টারনেট সংযোগের উন্নতি না হলে ভার্চুয়াল শুনানি একটি ‘সার্কাস’, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির

পতঞ্জলির তরফে জানানো হয়েছে তাদের সংস্থায় ৩০০ জন বৈজ্ঞানিক কাজ করেন এবং যোগ ও আয়ুর্বেদ নিয়ে হাজারো গবেষণা ইতিমধ্যে প্রকাশিতও হয়েছে। দেড় বছর আগে কর ছাড়ের জন্য আবেদন করেছিল সংস্থা এখন সেই অনুমতি পাওয়া গিয়েছে। পতঞ্জলির তরফে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে ২০২০-২১ অর্থবর্ষে পতঞ্জলি প্রায় ৩০ হাজার কোটি টাকা লাভ করেছে। আগামী ৩-৪ বছরের মধ্যেই পতঞ্জলির সমস্ত শাখা প্রতিষ্ঠানগুলিকে ঋণমুক্ত করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here