নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পেটিএম আপডেট কে.ওয়াই. সি- র নামে ৫০ হাজার টাকা স্যালারি অ্যাকাউন্ট থেকে হ্যাক করলো হ্যাকাররা।
গত ০৩/০৩/২০২০ মীর শামীম উদ্দিন ( শিক্ষক ,হরিহর পাড়া, মুর্শিদাবাদ)এর পেটিএম আপডেট না থাকায় মোবাইলে ম্যাসেজ আসে একটি ফোন নম্বর দিয়ে।
বলা হয় এটি অফিসের ফোন নাম্বার আপডেট করার জন্য কেওয়াইসি দিতে হবে, না দিলে ২৪ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ব্লক করা হবে। সেই মোতাবেক উক্ত নম্বরে ফোন করলে, একটি অ্যাপস ডাউনলোড করে অ্যাপ্লিকেশন পদ্ধতি অনুযায়ী ফিলাপ করতে বলে।
তখন নিজের মোবাইলে ফর্মে কিছু তথ্য দেন। একটি অপশন থাকে যেখানে কে.ওয়াই. সি- র চার্য হিসাবে দশ টাকা পেমেন্ট করতে বলে।
আরও পড়ুনঃ করোনার থাবা এবার বর্ধমান শহরে
এবং পেমেন্টের জন্য এ.টি.এম -এর পিন নম্বর দিতেই উনার মুর্শিদাবাদ, হরিহরপাড়ার ইউ.বি.আই. স্যালারি অ্যাকাউন্ট থেকে নিমেষের মধ্যে ২৪৯৮০ ও ২৪৯৯০ মোট ৪৯৯৭০ টাকা কেটে নেয়। ঘটনার আকস্মিকতা সামলে মীর শমীম উদ্দিন সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে তার অ্যাকাউন্ট ও এটিএম আপাতত ব্লক করেন।
সেই সঙ্গে হরিহরপাড়া থানায় বিস্তারিত ভাবে ঘটনার লিখিত আভিযোগ করেন। তিনদিন থানাপুলিশ চক্র দিয়ে সমস্যা সমাধান না হলে, বহরমপুর সাইবার ক্রাইম অফিসে পুনরায় অভিযোগ দায়ের করেন। মাস শেষে বেতনের পুরো টাকা হ্যাকারের কবলে চলে যাওয়ার তিনি এখন মানসিক অবসাদে ভুগছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584