নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা পরিস্থিতির একটু উন্নতি হতেই পর্যটকরা ভিড় জমাচ্ছেন বিভিন্ন জায়গায়। তারমধ্যেই মানালির একটি ভিডিও কয়েকদিন আগেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে শৈল শহরে পর্যটকদের ভিড় দেখে চোখ কপালে উঠেছে উঠেছে অনেকেরই, অতিমারীর কথা মাথায় রেখে পর্যটকদের করোনা বিধি অগ্রাহ্য করার বিরুদ্ধে সচেতন করতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসনও।
কুলুর এসপি গুরুদেব শর্মা জানিয়েছেন, মাস্ক না পরে রাস্তায় বেরোলে এখন শুধু শাস্তিই নয়, জরিমানা দিতে হবে ৫০০০ টাকা এবং হতে পারে ৮ দিনের জেলও। তিনি জানান, গত ৭-৮দিনে পুলিশ ৩০০টাকার চালান কেটে মোট ৩ লাখ টাকা সংগ্রহ করেছে। তাই এইবার নিয়ম আরও কঠিন করা হল।
আরও পড়ুনঃ সংক্রমণ কমলেও আবারও দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়াল হাজারের গণ্ডি
বর্তমান নিয়মানুসারে পর্যটক সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে দর্শনীয় স্থানগুলিতে, যেখানে বেশি ভিড় জমান পর্যটকরা। কেম্পি ফলস-এ ৫০জনের বেশি লোকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আধঘণ্টার বেশি সেখানে থাকতে পারবেন না দর্শকরা । মানালি ঢোকার চেক-পোস্টেই আপনার পাহাড়ে প্রবেশ সম্ভব কিনা তা নির্ধারিত হবে।
আরও পড়ুনঃ বিশ্বে প্রতি মিনিটে করোনায় মৃত্যু ৭, ক্ষুধায় মৃত্যু ১১, মর্মান্তিক তথ্য জানাল অক্সফ্যাম
কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে আশংকায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রক থেকে সাধারণ মানুষ সকলেই। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে কোভিডবিধি না মানা হলে নতুন প্রোটোকল তৈরী করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584