শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অনেক দিন বাদে কিছুটা ঘুরিয়ে তথ্য পেশ করল রাজ্য সরকার। রাজ্যের কেন্দ্রীয় দলের পরিদর্শনের পরেই এই ভোলবদল কি না, তা অবশ্য পরিষ্কার ভাবে জানা যায়নি। তবে শুক্রবার বিকেলে নবান্নে প্রেস কনফারেন্সে মুখ্যসচিব জানান, ফের ৩ জনের করোনা পজিটিভ রোগীর মৃত্যু নিশ্চিত হয়েছে। ফলে রাজ্যে করোনায় নিশ্চিত মৃত্যু হয়েছে ১৮ জনের।
তবে রাজ্য সরকার গঠিত এক্সপার্ট কমিটিতে এখনও পর্যন্ত ৫৭টি করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা পাঠানো হয়েছে। তাই বাকি ৩৯ জনের মৃত্যু সময়ে তাদের শরীরে করোনা থাকলেও তাদের মৃত্যু করোনাতেই কি না, তা ফলাফল আসার আগে এখনও নিশ্চিত করে বলতে পারছে না রাজ্য প্রশাসন। তবে এই ৫৭ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৩ জন।
প্রশ্ন উঠেছে, এতদিন পর্যন্ত শুধু মৃত্যু সংখ্যা জানালেও হঠাৎ এই তথ্য কেন জানাল নবান্ন? অনেকেই মনে করছেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে আন্তঃমন্ত্রক টিমের একটি প্রতিনিধি দল কলকাতায় পাঠানোর পরে তাঁরা বিভিন্ন রাজ্য সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করছে। এ রাজ্যে যে মৃত্যুর তথ্য লুকোনো হচ্ছে, এমন দাবি আগে থেকেই করছিল বিরোধী দলগুলি।
আর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে এই কেন্দ্রীয় দল। তার পরেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে রাজ্য সরকারকে। কেন্দ্রীয় প্রতিনিধি দল চিঠি দিয়ে বলেছেন যে ভাবে মৃত্যু সংখ্যা বলা হচ্ছে তাতে রাজ্যবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। তার জেরেই এই বিস্তারিত তথ্য প্রকাশ করল রাজ্য সরকার বলে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলির।
এদিন মুখ্যসচিব আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে, যাঁদের মধ্যে বেশিরভাগই হাওড়ার বাসিন্দা। তবে উত্তর কলকাতাতেও অনেক আক্রান্ত পাওয়া গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৫। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। আর আরও ১৮ জন মৃত্যুর সংখ্যা ধরলে মোট আক্রান্তের ঘটনা দাঁড়ায় ৫০৬ জন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ীও এ রাজ্যে মোট করোনা আক্রান্ত ঘটনার সংখ্যা ৫১৪ জন।
আরও জানানো হয়েছে, এ পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ২৬ ৭১৬ জন। স্বাস্থ্যকর্মীদের পিপিই দেওয়া হয়েছে মোট সাড়ে ৪ লক্ষ। রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৮৯৩৩টি। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯৪৩টি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584