নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নতুন বছরে পা রাখল বিশ্ববাসী। তার আগেই বর্ষবরণের রাতে আইন ভাঙার অভিযোগে গ্রেফতার ৫০০’র বেশি। রাত ন’টা পর্যন্ত মোট ৫১৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এদের মধ্যে বেশিরভাগকেই অভব্য আচরণের জন্য গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাস্ক পরার জন্য ১৭৬ জন, থুতু ফেলার অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভব্য আচরণের জন্য গ্রেফতার হয় ৩২৫ জন। একইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে দেদার বাজি ফাটল কলকাতা থেকে জেলা সর্বত্র।
আরও পড়ুনঃ ২০২০-তে শব্দভাণ্ডারে জায়গা করে নেওয়া শব্দে সমৃদ্ধ অভিধান
এদিকে, অন্যান্য বছর পার্ক স্ট্রিট এলাকায় যেমন ভিড় থাকে, তার তুলনায় এবার বর্ষবরণের রাতে পর্কস্ট্রিটে কম ভিড় ছিল। কিন্তু ক্লাব, ডিস্কো ইত্যাদি জায়গায় বর্ষবরণের জন্য উপচে পড়ল ভিড়। নাচ গানে নতুন বর্ষকে স্বাগত জানালেন তাঁরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584