মুম্বাইয়ে অর্ধশতাধিক সাংবাদিক আক্রান্ত করোনায়

0
61

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। ভারতেও বেশ জাঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। যতদিন যাচ্ছে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার মুম্বইয়ে প্রায় ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি বর্তমান।

corona | newsfront.co
গ্রাফিক্স চিত্র

সোমবার মুম্বইয়ের ব্রিহানমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিশিয়ালি এই রিপোর্ট ঘোষণা করেন। সংক্রমণের এই পরিসংখ্যান আশা করেননি কেউই। বিএমসি হেলথ কমিটি মেম্বার আমেয় ঘোল বলেন, ১৭১ জন সাংবাদিকের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫৩ জনের কোভিড-১৯-এর রিপোর্ট পজিটিভ আসে।

এই ৫৩ জন সাংবাদিকের মধ্যে রয়েছেন রিপোর্টার, ইলেক্ট্রনিক্স মিডিয়ার চিত্রগ্রাহক ও সংবাদপত্রের চিত্রগ্রাহক। সাংবাদিক অশোক বাগরিয়া টুইটে লেখেন, মুম্বইয়ের টেলিভিশন চ্যানেলের রিপোর্টার টিমের সকলেই করোনা পজিটিভ।

দেশে সবচেয়ে বেশি করোনা পজিটিভ মিলেছে মহারাষ্ট্রে। এই রাজ্যে সোমবার পর্যন্ত ৪,২০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৩ জনের মৃত্যু হয়েছে। মুম্বইয়ে এখনও পর্যন্ত মোট ২,৭০০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here