রায়গঞ্জ পুর এলাকায় আক্রান্ত ১০০ ছাড়ালো

0
38

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ মিউনিসিপ্যাল এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ালো। উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ জন৷ রায়গঞ্জ পুর এলাকায় বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন।

 

sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রায়গঞ্জে করোনা আক্রান্ত এখনও পর্যন্ত ১২২ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের করোনা বুলেটিন থেকে জানা গিয়েছে, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় ৫৫ জনের দেহে করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে।

আরও পড়ুনঃ বীরভূমে অকারণে বাড়ি থেকে বেরিয়ে গ্রেফতার ২২৪ জন

এদিকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৬ জন করোনা মুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ জন। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন। পুর চেয়ারম্যান সন্দীপবাবু বলেন, “বুধবার পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্ত ছিলেন ৯৯ জন।

বৃহস্পতিবার আরও ২৩ জন আক্রান্তের হদিস মিলেছে শহরে। তবে শহরবাসীকে করোনা প্রতিরোধের সব রকম নিয়ম মেনে চলার আবেদন জানানো হয়েছে। পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজড করা হচ্ছে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here