ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কোনভাবেই বাগে আনা যাচ্ছে না।ফের একদিনে রেকর্ড আক্রান্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ ছুঁই ছুঁই।
Single-day spike of 57,117 positive cases & 764 deaths in India in the last 24 hours.
Total #COVID19 positive cases stand at 16,95,988 including 5,65,103 active cases, 10,94,374 cured/discharged & 36,511 deaths: Health Ministry pic.twitter.com/GREXC59OCy
— ANI (@ANI) August 1, 2020
কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের শনিবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোন আক্রান্তের সংখ্যা ৫৭১১৭জন, সঙ্গে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের।
এই মুহূর্তে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯৫৯৮৮। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ৫৬৫১০৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০৯৪৩৭৪ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৫১১।তবে আশার খবর এই যে সুস্থতার হার যেমন বেড়েছে, তেমনি মৃত্যুহারও কমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584