নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনস্ট্রেশন-এ গত দু’দিনে মোট ৫৭ জন শিক্ষানবিশ আধিকারিক কোভিড আক্রান্ত। শনিবার অ্যাকাডেমি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নভেম্বরের ২০ তারিখ থেকে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনস্ট্রেশন-এ মোট ৫৭ জন শিক্ষানবিশ আধিকারিকের কোভিড পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গিয়েছে।
সংক্রমণের কারণে প্রশিক্ষণ-সহ যাবতীয় কাজ ৩ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত অনলাইনে করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ক্যাম্পাসে মোট ৪২৮ জন শিক্ষানবিশ আধিকারিক রয়েছেন, সিভিল সার্ভিসে প্রবেশের ৯৫-তম ফাউন্ডেশন কোর্সটি সম্পন্ন করতে।
আরও পড়ুনঃ বালুরঘাটে করোনা প্রাণ কাড়ল দন্তচিকিৎসকের
রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের ‘কোভিড গাইডলাইন’ মেনে সংক্রমণের ধারাবাহিকতা ভাঙার সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে প্রতিষ্ঠান। সংক্রমিত সমস্ত শিক্ষানবিশ আধিকারিকরা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোভিড কেয়ার সেন্টারে কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলা প্রশাসনের সহায়তায় গত ২০ নভেম্বর থেকে এ পর্যন্ত আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে ১৬২র-ও বেশি।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি:২২ নভেম্বর
শনিবার উত্তরাখণ্ডে ৫৮৫টি নতুন সংক্রমণের খবর পাওয়ার পর, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০,৮৬৩। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৮ জনের, অর্থাৎ এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১,১৪৬। রাজ্য সুস্থতার হার এখন ৯১.৬১%। রাজ্যের পজিটিভ রোগীর হার আপাতত ৫.৭৩%।
গতকালের তথ্য অনুযায়ী কোভিড আক্রান্তদের মধ্যে ২১০ জন দেরাদুন জেলার বাসিন্দা। সবচেয়ে কম সংক্রমণ দেখা গিয়েছে চম্পাওয়াত জেলায়, সেখানে গতকাল মাত্র ৫ জন কোভিড রোগীর খবর পাওয়া গিয়েছে। এখনও অব্দি নমুনা পরীক্ষা হয়েছে মোট ১২.৩৬ লাখ মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584