লন্ডন ফেরত যুবকের সংস্পর্শে ৫৯০ জন, রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের

0
131

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

সদ্য বিশ্বব্যাপী করোনা অতিমারির আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তার মধ্যেই বছর শেষে ফের আতঙ্ক ধরাল করোনার নতুন স্ট্রেন। সূত্রের খবর, সদ্য লন্ডন ফেরত কলকাতার এক মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ছেলের শরীরে নতুন স্ট্রেন মিলেছে।

Corona Transmission | newsfront.co
প্রতীকী চিত্র

এই খবর স্বীকার করে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, ওই যুবকের সংস্পর্শে এসেছেন ৫৯০ জন। এই নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ করতে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সূত্রের খবর, কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকের ৯ তলায় চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। তার করোনা রিপোর্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকায় তা পাঠানো হয়েছিল দিল্লিতে। সেখান থেকেই এই নয়া স্ট্রেনের করো না পজিটিভ রিপোর্ট এসেছে। বাকি করোনা রোগীদের থেকেও তাঁদের একবারের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুনঃ বাংলায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত ১

ইতিমধ্যে আক্রান্তের সম্পর্কে খবর নিয়ে জানা গিয়েছে, ওই যুবক গত ১৫ দিনে অন্তত ৫৯০ জনের সংস্পর্শে এসেছিলেন। এবার প্রয়োজনে আরটিপিসিআর পরীক্ষা করে তাঁদের আইসোলেশনে পাঠানো হতে পারে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

আরও পড়ুনঃ বিদেশ ভ্রমণের জন্য শুরু হতে পারে ভ্যাকসিন পাসপোর্ট

সূত্রের দাবি, করোনা ভাইরাসের নয়া স্ট্রেন আগের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এর মৃত্যুহার বেশি না হলেও সংক্রমণ হার অনেকটাই বেশি। মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে মেইল করে জানানো হয়, বাংলার এক তরুণের দেহে করোনার নয়া স্ট্রেন পাওয়া গিয়েছে। তাই এবার এই রাজ্যকে ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানতে হবে। এ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল।

যারা সাম্প্রতিক সময়ে ব্রিটেনের সফর থেকে রাজ্য ফিরেছেন তাদের জন্য কী কী ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। তাতে বলা হয়েছে, যারা এক মাস আগেও ব্রিটেন থেকে ফিরেছেন তাদের উপরও নজর রাখতে হবে। এমনকী, যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তাদেরও হোম আইসোলেশনে থাকতে হবে। বুধবার এই নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন স্বাস্থ্যকর্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here