আইপিএলের পঞ্চদশ আসরের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ, তালিকায় থাকছেন ৫৯০ ক্রিকেটার

0
54

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইপিএলের এই সংস্করণে দেশি ৩৭০ জন এবং বিদেশী ২২০ জন মিলে মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এবারের নিলাম অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। এই মেগা নিলাম ইভেন্ট অনুষ্ঠিত হবে এই মাসের ১২ ও ১৩ তারিখ। চূড়ান্ত এই তালিকায় আছে বাংলার ১৪ জন ক্রিকেটারের নাম।

IPL Auction2022

নিলামে নাম আছে বাংলার প্রাক্তন অধিনায়ক, বর্তমানে বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারির নাম। অতীতে তিনি কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, কিংস ইলেভেন পাঞ্জাব জার্সিতে খেলেছেন। ২০১৮ সালে তিনি কলকাতার জার্সিতে চ্যাম্পিয়ন হন। এছাড়াও এই তালিকায় বাংলার উল্লেখযোগ্য ক্রিকেটারের নাম অভিমুন্য ঈশ্বরণ, মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা।

এবার আইপিএলে নতুন করে যুক্ত হয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি- লক্ষ্ণৌ সুপারজায়ান্ট ও টিম আহমেদাবাদ। সব মিলিয়ে ১০টি দলের বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে ৭০টি। ভারতের বাইরে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ৪৭ ক্রিকেটারের নাম আছে নিলামের তালিকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন আছেন ওয়েস্ট ইন্ডিজের, দক্ষিণ আফ্রিকার আছেন ৩৩ জন। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের আছেন ৫ জন ক্রিকেটার। অন্যদিকে আফগানিস্তান থেকে ১৭ জন আছেন এ নিলামে। জিম্বাবুয়ে, নেপাল ও যুক্তরাষ্ট্র থেকে আছেন একজন করে।

আরও পড়ুনঃ আইনের চোখে ম্যাচ গড়াপেটা অপরাধ নয় রায় কর্ণাটক হাইকোর্টের

তবে তালিকায় মোট ৪৮ জন ক্রিকেটারের সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা ধরা হয়েছে । পাশাপাশি ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস ধরা হয়েছে দেড় কোটি টাকা এবং ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়াও প্রকাশ করেছে মার্কি প্লেয়ারদের তালিকা। এই তালিকায় নাম আছে শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, শ্রেয়াস আয়ার, রবি অশ্বিন, ডি’কক, কাগিসো রাবাদা এবং ট্রেন্ট বোল্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here