নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুরাটে রাসায়নিক কারখানার ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু অন্তত ৬ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সুরাটের একটি রাসায়নিক কারখানার ট্যাঙ্কার থেকে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। একটি নর্দমায় রায়ায়নিক বর্জ্য ফেলার সময় ট্যাঙ্কার চালকের সেই সময় অসাবধানতায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কাছাকাছি ছিলেন বেশ কিছু শ্রমিক। অসুস্থ হয়ে পড়েন তাঁরা। প্রাথমিকভাবে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন।
Gujarat: Six people died and 20 others were admitted to the civil hospital after gas leakage at a company in Sachin GIDC area of Surat early morning today, says hospital's In Charge Superintendent, Dr Omkar Chaudhary pic.twitter.com/HVnH9CZHYl
— ANI (@ANI) January 6, 2022
প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, হঠাৎ করেই সমস্ত এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। এবং গন্ধ নাকে যাওয়ার পরেই দেখা দেয় গলা-বুক জ্বলা এবং অসাড় হয়ে যেতে থাকে শরীরের বিভিন্ন অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন শ্রমিকের, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরো ১ জনের।
আরও পড়ুনঃ বিক্ষোভের জেরে আটকে গেল কনভয়, “বেঁচে ফিরতে পেরেছি এই অনেক”, প্রতিক্রিয়া মোদীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584