ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কাক ভোরে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব টোকিও-তে ভূমিকম্প, কম্পন অনুভব করছেন গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরাও। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। সমুদ্রপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী প্রায় ২০ সেকেন্ড থেকে ৩ মিনিট পর্যন্ত বিভিন্ন সময় ধরে বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। মার্কিন সাংবাদিক লেস্টার হল্ট টুইট করে জানিয়েছেন যে, টোকিওয় মাঝারি ভূমিকম্প তিনি অনুভব করছেন বুধবার সকাল ৫.৩৩ নাগাদ। ২০ সেকেন্ড সময় ধরে ভালভাবেই তা বোঝা গিয়েছে। আশ্চর্যজনক ভাবে তাঁর থেকে তিনতলা নীচে ছিলেন তাঁর সহযোগীরা কিন্তু তাঁরা কিছুই টের পাননি। জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কম্পনের মাত্রা ছিল ৬.০।
আরও পড়ুনঃ সুরমেনেলির বিরুদ্ধে হারলেও অলিম্পিক্সে ভারতে তৃতীয় পদক আনলেন লভলিনা
একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক মার্ক বেরেট্টা সেসময়একটি সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন। ফলে ওই সম্প্রচারের দর্শকরাও দেখতে পান সেসময় ভূমিকম্প হচ্ছে, আলো ও ক্যামেরা সবকিছুই দুলছে। দর্শকদের উদ্দেশ্যে তিনি জানান, এটি তাঁর একেবারেই নতুন অভিজ্ঞতা। এর আগে কখনো এরকমভাবে ভূমিকম্প তিনি অনুভব করেননি।
আরও পড়ুনঃ বন্ধুত্বের নজির! ১১৩ বছরের ইতিহাসে এই প্রথম জোড়া স্বর্ণপদক অলিম্পিক্সে
তবে,জাপান চিরকালই ভূমিকম্পপ্রবণ দেশ। তাই অলিম্পিকের জন্য ব্যবহৃত স্টেডিয়ামগুলি এবং গেমস ভিলেজ সবকিছুই এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভূমিকম্পে সেগুলির কোনও ক্ষতি না হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584