ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এবার থেকে পাবলিক প্লেসে মাস্ক না পরলেই ৬ মাসের জেল, সঙ্গে ৫০০০ টাকা জরিমানা- শনিবার এই মর্মে ঘোষণা দিল উত্তরাখণ্ড সরকার।
করোনা অতিমারিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে দেশব্যাপী। তার মধ্যে বেশকিছু রাজ্য জরিমানার নিয়ম চালু করেছে।
শনিবার উত্তরাখণ্ড সরকারের এই অর্ডিন্যান্সে স্বীকৃতি দিয়েছেন রাজ্যপাল বেবি রানি মৌরিয়া।করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে ১৮৯৭ সালের মহামারী আইনের ২ ও ৩ নং ধারায় সংশোধনী এনে বাইরে বেরোলেই মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:উপসর্গহীন করোনা আক্রান্তদের আর টেস্ট না করার সিদ্ধান্ত রাজ্যের
গুজরাটের আমেদাবাদেও মাস্ক করে না বেরোলে ৫০০০ টাকা জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও দিল্লি(১০০০), উত্তর প্রদেশ(৫০০), ছত্রিশগড়ে(১০০) একই ধরনের জরিমানার নিয়ম চালু করা হয়েছে। ওড়িশায় পেট্রলপাম্পে মাস্ক না পরে গেলে তেল দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে গত এপ্রিলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584