পশ্চিমবঙ্গে চলবে আরও ৬ টি স্পেশাল ট্রেন, দেখে নিন নির্ঘন্ট

0
215

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশে আরও ৮০ টি বিশেষ (স্পেশাল) ট্রেন চালু হচ্ছে। তার মধ্যে ছ‘টি ট্রেন পেয়েছে পশ্চিমবঙ্গ। দুটি ট্রেন ছাড়বে হাওড়া থেকে, একটি ছাড়বে লালগড় থেকে।

special train | newsfront.co
প্রতীকী চিত্র

আরও পড়ুনঃ আমফান-করোনার দাপটে ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব বলেন, “আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্টেশন থেকে ৮০ টি ট্রেন গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। অনলাইনে আসন সংরক্ষণ করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে। এখন যে ২৩০ টি ট্রেন চলছে, তার পাশাপাশি এই ট্রেনগুলি চলবে।”

পশ্চিমবঙ্গ থেকে যে ছ’টি বিদেশ ট্রেন ছাড়বে, সেগুলি হল-

১) হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস (বৃহস্পতিবার ও শনিবার)।

২) তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস (মঙ্গলবার ও শুক্রবার)।

৩) হাওড়া-ইন্দোর এক্সপ্রেস (সোমবার, বৃহস্পতিবার ও শনিবার)।

৪) ইন্দোর-হাওড়া এক্সপ্রেস (মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার)।

৫) লালগড়-ডিব্রুগড় এক্সপ্রেস (প্রতিদিন)।

৬) ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেস (প্রতিদিন)।

আরও পড়ুনঃ দিকভ্রষ্ট চিনের নাগরিকদের খাবার-ওষুধ দিয়ে মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনা

স্পেশাল ট্রেন প্রসঙ্গে বিনোদকুমার যাদব বলেন, “আরও ৮০টি ট্রেন চালানো হবে। ১০ সেপ্টেম্বর থেকে আসন সংরক্ষণ করা যাবে।” ভারতীয় রেলের সময়সূচিতেও আমূল পরিবর্তন আসছে। বিনোদকুমার বলেন, ‘‘কোনও ট্রেন বন্ধ করা হবে না জিরো টাইম টেবিলের জন্য। ৫০ বছরের বেশি সময় ধরে একই টাইমে ট্রেন চলছে। অনেক রুটে তার জন্য সমস্যাও হচ্ছে। নতুন ভাবে একটি সময় সূচি তৈরি হচ্ছে। তার ফলে আরও দ্রুত গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা। কোনও ডিভিশনে নতুন ট্রেনও চলতে পারে। কম সময়ে ট্রেন পাওয়া যাবে।”

সাধারণ ট্রেন যেমন চলত, তেমনই থাকবে বিশেষ ট্রেনের ছাড়া ও পৌঁছানোর সময় এবং আসন সংখ্যা। তবে কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারের পরামর্শের ভিত্তিতে ঠিক করা হবে বলে জানিয়েছে রেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here