বাড়ল স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা, সোমবার থেকে চলবে ৬২ টি মেট্রো

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সংক্রমণ কমতে শুরু করতেই রাজ্যজুড়ে শিথিল করা হয়েছে কিছু বিধিনিষেধ। তবে চালু হয়নি গণপরিবহন ব্যবস্থা। সেই সমস্যা কিছুটা স্বাভাবিক করতে আবারও বাড়ানো হল স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা। আগামী সোমবার অর্থাৎ ২৮ জুন থেকে ৪০ টি মেট্রোর জায়গায় চলবে ৬২ টি মেট্রো রেল। অফিস টাইমে ১১ থেকে ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো। এর পাশাপাশি ২২ টি কোচ চলাচল বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

metro rail | newsfront.co
নিজস্ব চিত্র

মেট্রোরেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দুই প্রান্তিক স্টেশনেই সকাল ৯ টার পরিবর্তে সকাল সাড়ে ৮ টা থেকে চালু হবে পরিষেবা। এবং শেষ মেট্রো ছাড়ার সময় সন্ধ্যে ৬ টা থেকে বাড়িয়ে সাড়ে ৬ টা করা হয়েছে।

আরও পড়ুনঃ নারদ মামলায় মমতাকে মান্যতা সুপ্রিম কোর্টের

কেবলমাত্র রেলকর্মীরাই নয়, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই স্টাফ স্পেশাল মেট্রোর সুবিধা পাবেন। রবিবার বন্ধ, সপ্তাহে ৬ দিন পাওয়া যাবে মেট্রো পরিষেবা। তবে টোকেন এখনও চালু হয়নি, মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করেই স্টাফ স্পেশাল মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা। সাথে রাখতে পরিচয়পত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here