নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে এবার তৎপর ভারত সরকার। লকডাউনের জেরে সারা পৃথিবীব্যাপী আটকা পড়ে কার্যত ভোগান্তিতে রয়েছে বহু সংখ্যক ভারতীয়। কেউ রয়েছেন চাকরিসূত্রে, কেউ পড়াশোনা, কেউ বা কোন বিশেষ কাজে গিয়ে আটকে গেছেন। অনেকে আবার পর্যটন সূত্রে গিয়ে হঠাৎ লকডাউনের কোপে পড়ে নাজেহাল অবস্থা ।
দফায় দফায় এক সপ্তাহ আনাগোনাতে ৬৪ টি বিমানে করে পৃথিবীর ১৩ টি দেশ থেকে ১৪৮০০ জন ভারতীয় কে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক । সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর আগামী বৃহস্পতিবার থেকে এই অভিযান পর্ব শুরু হবে ।
আমেরিকা, ব্রিটেন ,কাতার ,কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ,বাহারাইন, বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিলিপিনস প্রভৃতি দেশ থেকে বিশেষ বিমানের মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাবে ভারতীয় বিদেশমন্ত্রক ।
বিশেষ বিমানের সাথে সাথে ভারতীয় নৌ সেনার তিনটি বিশেষ জাহাজ জলপথে ১০০০ জন ভারতীয়কে দেশে ফেরাবে বলে সূত্রের খবর। উল্লেখ্য দিল্লী,লখনউ এবং মুম্বাই বিমানবন্দরে ধাপে ধাপে গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হবে।
তবে বিমানে ওঠার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ রয়েছে যেমন যাত্রীদের মধ্যে কারোর সর্দি,কাশি ও জ্বরের মত কোন উপসর্গ থাকলে তাকে তা জানাতে হবে । এবং বিমানে উঠে সফরের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান সফর করে দেশে ফিরতে হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584