শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা মহামারী পরিস্থিতিতে একদিকে যেমন বিপুল পরিমাণে হাসপাতালের খরচ বাড়ছে, তেমনই বিপুল পরিমাণে বাড়ছে স্বাস্থ্যকর্মীর চাহিদাও। করোনা টেস্ট বাড়ানোর লক্ষ্যে বাড়ছে ল্যাব টেকনিশিয়ানের চাহিদাও।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার নতুন করে ৭৫ টি হাসপাতালে মোট ৬৪২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন পদ গুলির মধ্যে ৭৫টি সরকারি হাসপাতালে ৪৮৫টি নতুন পদ তৈরি করে নিয়োগ করা হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১৫৭টি মেডিক্যাল টেকনোলজিস্ট পদ শূন্য রয়েছে। দ্রুততার ভিত্তিতে এই সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ নিট পরীক্ষা উপলক্ষ্যে রবিবার সকাল ১০টা থেকে চলবে কলকাতা মেট্রো
কিন্তু আচমকা এই নিয়োগের কারণ কি? আলাপনবাবু বলেন, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ রুখতে বিশ্বজুড়ে বেশি সংখ্যক টেস্টের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেও এখনও পর্যন্ত ২২ লক্ষ্যেরও বেশি টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় গড়ে টেস্ট হয়েছে প্রায় ২৫ হাজার জন করে টেস্ট হলেও এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ফলে মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুনঃ ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান পরেশ রাওয়াল
বর্তমানে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যে সংখ্যক মেডিক্যাল টেকনোলজিস্ট আছেন তা দিয়ে কাজ চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্বাস্থ্য দফতরকে।
তার মধ্যে বিভিন্ন হাসপাতালে এই পদ শূন্য অবস্থায় পড়ে আছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোয় দ্রুততা আনতে এই নিয়োগের দাবি জানিয়ে চিঠি গিয়েছিল স্বাস্থ্য ভবন থেকেই। পরিস্থিতির গুরুত্ব বিচার করে তাতে সম্মতি দিল রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584