হাসপাতালে গান গেয়ে করোনাকে থোড়াই কেয়ার, ভাইরাল ভিডিও

0
40

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চারিদিকে আতঙ্কের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। এই ভাইরাসকে নিয়ে চিন্তিত গোটা দেশ। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। মৃতের সংখ্যাও কোনো অংশে কম নয়। এহেন পরিস্থিতির মধ্যেই একটি হাসপাতালে হঠাৎ শোনা গেল বেহালার সুর। গোটা হাসপাতালে ছড়িয়ে পড়ছে অনন্য এক সুরের স্রোত।

Covid fighters | newsfront.co
সুরে সুরে। ছবিঃ টুইটারের স্ক্রিনশট

কোভিড হাসপাতালের বেডে বসে বেহালা বাজাচ্ছেন এক রোগী। তাঁর চারপাশে রয়েছেন চিকিৎসকরা এবং অন্য রোগীরা। সকলেই যেন একটা ঘোরের মধ্যে আছেন। বেহালায় বাজছে, “মানুহে মানুহর বাবে” অর্থাৎ মানুষ মানুষের জন্য। ভূপেন হাজারিকার বিখ্যাত এই গানের সুর বেহালায় বাজালেন ওই রোগী।

অসমের কোভিড হাসপাতালের এমনই একটি ভিডিও ভাইরাল হল নেট-দুনিয়ায়। ৫৫ সেকেন্ডের এই টুইটার ভিডিওতে দেখা গিয়েছে ভূপেন হাজারিকার গানে বেহালায় সুরের মূর্চ্ছনা তুলছেন সত্যেন্দ্র চৌধুরী। আর সেই গানে অভিবাদন জানাচ্ছেন কোভিড ওয়ার্ডের চিকিৎসক-সহ অন্য রোগীরা। জানা গেছে, অসমের ওই রোগীর নাম সত্যেন্দ্র চৌধুরী। তিনি পেশায় চিকিৎসক। কোভিড যুদ্ধের এক সামনের সারির সৈনিক। তিনিই এবার আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হলেও, পেশার তাগিদেই ওয়ার্ডের অন্যদের চিকিৎসায় সাহায্য করছেন তিনি।

আরও পড়ুনঃ করোনাজয়ী ৯৫ বছরের ‘ঝাঁসির রানী’

হাসপাতাল সূত্রে খবর, ১৯৬৪ সালে এই গানে সুর দিয়েছিলেন ভূপেন হাজারিকা। গানের কথার অর্থ হল, “আরও মানবিক হয়ে মানবজাতির সেবায় নিজেকে উৎসর্গ করা।” কোভিড হাসপাতাল তরফেই সেই ভিডিও টুইটারে আপলোড করা হয়েছে। ভিডিওটি দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। প্রশংসা করেছেন সত্যেন্দ্র বাবুর এই মানবিক বোধের। করোনার সঙ্গে লড়াইয়ে এই মানবিকতাই সবচেয়ে বড় অস্ত্র বলে মনে করছেন অনেকে। তাঁদের ভাবনায় যেন ইন্ধন জুগিয়েছেন সত্যেন্দ্র।

জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমিত ৫২ হাজার। এই সংক্রমণ ধরে দেশে মোট সংক্রমিত ১৫, ৮৩, ৭৯২। গত দু’সপ্তাহে প্রায় দশ লক্ষ সংক্রমিত ধরা পড়েছে দেশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here