ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। সঙ্গে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬০ হাজারের গন্ডি।
India's #COVID19 case tally crosses 33 lakh mark with 75,760 fresh cases and 1,023 deaths, in the last 24 hours.
The COVID-19 case tally in the country rises to 33,10,235 including 7,25,991 active cases, 25,23,772 cured/discharged/migrated & 60,472 deaths: Ministry of Health pic.twitter.com/Yt2C72oXcL
— ANI (@ANI) August 27, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৭৬০ এবং মৃত্যু হয়েছে ১০২৩ জনের।
আরও পড়ুন:দুর্গাপুজোর ছুটি পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা নবীন পট্টনায়কের
দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১ জন।সুস্থ হয়ে উঠেছেন ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭২ জন।অন্য দিকে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০৪৭২।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584