শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
১৭ শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকরা ভারতে বাণিজ্য কুঠির স্থাপন করে। ১৮ শতাব্দীর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রধান শক্তি রূপে আত্মপ্রকাশ করে। তারপর ২০০ বছরের ইতিহাস পেরিয়ে ভারতের বীর সন্তানদের আত্মবলিদান ও লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মাতৃভূমির স্বাধীনতা অর্জন। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা অর্জন করে।
তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরী গেটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সমস্ত দেশে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই দিনটি। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন।
আজ ৭৫ তম স্বাধীনতা দিবসের সকালে নিউজ ফ্রন্ট ঘুরে বেরিয়েছিল মুর্শিদাবাদ থানার অধীনে বিভিন্ন এলাকায়। সর্বত্র লক্ষ্য করা যায় স্বাধীনতা দিবসের উন্মাদনা। বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন, শহিদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ভারতের বীর সন্তানদের আত্মবলিদানের মাধ্যমে ভারতকে পরাধীনতা থেকে মুক্তি পাবার ইতিহাস চর্চার মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই দিনটি।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর ইসি বৈঠকে থাকলেন না মোদি মনোনীত সদস্য, উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ
নিউজ ফ্রন্ট গেছিলো তালপুকুর সবুজ সংঘে। সেখানে পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ বিধানসভার প্ৰাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায়। তিনি জানান, আমাদের দেশ স্বাধীন হলেও স্বাধীনতা সংগ্রামীরা যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিছুটা হলেও অপূর্ণ থেকে গেছে। তিনি বাংলার মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের অধিকার প্রতিষ্ঠা চলছে সে ডাকে সকল স্তরের মানুষের সাড়া দেবার আহ্বান জানান। তিনি সারা দেশ ব্যাপী ভাতৃত্বের বন্ধন গড়ে তোলার আবেদন করেন।
আরও পড়ুনঃ দেশের সৈনিক স্কুলগুলিতে পড়তে পারবেন মেয়েরাও, ঘোষণা প্রধানমন্ত্রীর
অন্যদিকে বিজেপি ৩৫ নং মন্ডল কমিটির উদ্যোগে আয়েসবাগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তিনি জানান, স্বাধীনতা দিবস পালনের মধ্যে দিয়ে অখণ্ড ভারত, শক্তিশালী ভারত, বৈভবশালী ভারত তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি।
ভারতকে জগৎ সভায় শেষ্ঠ আসনে বসানোর জন্য সকল দেশবাসীকে আহ্বান জানান তিনি। সাথে ভারতবাসি হিসাবে সকলকে জাতীয় পতাকা, জাতীয় সংগীতের ওপর শ্রদ্ধা জ্ঞাপন ও ভারতীয় সংবিধান মেনে চলার বার্তা দেন। পাশাপাশি ভারত জগৎ সভায় শেষ্ঠ আসন নেবার জন্য সম্মানীও প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেই ডাকে সমগ্র দেশবাসীকে সাড়া দেবার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584