ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যু। মৃত ব্যক্তি কর্ণাটকের কালবুর্গি শহরের বাসিন্দা। ইতিমধ্যে দেশে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। তবে মৃত্যুর ঘটনা এই প্রথম।
The 76 year old man from Kalburgi who passed away and was a suspected COVID 19 patient has been Confirmed for COVID 19. The necessary contact tracing, isolation and other measures as per protocol are being carried out.
— K'taka Health Dept (@DHFWKA) March 12, 2020
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি ৭৬ বছরের বৃদ্ধ। তেলেঙ্গনার এক হাসপাতালে চিকিৎসা চলাকালীন গত মঙ্গলবার তিনি মারা যান। বৃহস্পতিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তাঁর শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি।
The 76 year old man from Kalburgi who passed away & was a suspected #COVID19 patient has been Confirmed for #COVID19. The necessary contact tracing, isolation & other measures as per protocol are being carried out.
— B Sriramulu (@sriramulubjp) March 12, 2020
কর্ণাটক সরকারের সিনিয়ার চিকিৎসক সুরেশ শাস্ত্রী এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানান যে মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রী বি সিরামুলুও এ কথা স্বীকার করে নেন।কর্ণাটক স্বাস্থ্য দফতরের কমিশনারও নিশ্চিত করেছেন যে বৃদ্ধের মৃত্যু করোনা সংক্রমনের ফলেই।
বৃদ্ধের কাছাকাছি কারা এসেছিলেন তাঁদের সবাইকে চিহ্নিতকরণের কাজ চলছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য দফতরের ওই কর্তা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584