নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অরুণাচল প্রদেশের কেমেং সেক্টরে নিখোঁজ সাত সেনা আধিকারিক। গত কয়েকদিন ধরে ঐ এলাকায় অত্যন্ত খারাপ আবহাওয়া রয়েছে তার সাথে চলছে ভয়ঙ্কর তুষারপাত। ভূটান-চীন সীমান্তের এই অঞ্চলে রবিবার ভারতীয় সেনার একটি দল প্যাট্রলে বেরিয়ে ভয়াবহ তুষার ধসের সম্মুখীন হয়। এই ঘটনার পর থেকেই আর হদিশ মেলেনি সাতজন সেনা আধিকারিকের।
তেজপুর ডিফেন্স পিআরও-র তরফে সোমবার একথা জানানো হয়। উদ্ধারকার্য চলছে বলেই জানান তিনি। উদ্ধারকার্যে সাহায্যের জন্য বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনাস্থলে, এমনটাই জানা গিয়েছে সেনার পক্ষ থেকে।
আরও পড়ুনঃ জরুরী ভিত্তিতে ডাঃ রেড্ডিস ল্যাবরেটরির তৈরি স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিন অনুমোদন কেন্দ্রের
ভূটান-চীন সীমান্তের কেমেং সেক্টর একটি অত্যন্ত দুর্গম অঞ্চল মূলত জঙ্গল অধ্যুষিত। পার্বত্য এই অঞ্চলের উচ্চতা প্রায় ১৪,০০০ ফুট স্বাভাবিক ভাবেই জনবস্তি খুবই কম কাজেই সময় আরও বেশী লাগছে উদ্ধার কাজে। তবে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে সেনা এবং বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584