মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সদ্য আফগানিস্তান দখল করেছে তালিবান। প্রাণে বাঁচতে বিমানে চড়েছেন প্রায় কয়েকশ আফগানবাসী। পালাতে গিয়েও বিমানের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদেরই মতো দু’জনের। কখনও কোলে দুধের শিশু নিয়ে মা দৌড়েছেন বিমানে উঠবেন বলে। আবার কখনও শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে পরিবারকে বিমানে তুলতে ব্যস্ত হয়েছেন বাবা। দীর্ঘ ২০ বছর পর এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে স্তব্ধ গোটা বিশ্ব।

সম্প্রতি আফগানিস্তানের এমন কিছু ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনও ছবিতে দেখা গেছে বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন আফগানবাসী। আবার কোনও কোনও ছবিতে দেখা গেছে বিমানের ভেতরে ভিড়ে ঠাসা আফগানবাসী, দেখে মনে হচ্ছে কোনও ট্রেনের অসংরক্ষিত কামরা।
A couple living in PD-5 #Kabul blame that their 7 Months Baby went missing from Kabul Airport yesterday during the chaos. Up to this instance they couldn’t find him. @AsvakaNews trying to help them find their baby through missing announcements on social media. pic.twitter.com/TDsJEXUXAR
— Aśvaka – آسواکا News Agency (@AsvakaNews) August 17, 2021
এখন তালিবান জঙ্গিদের হাতে আফগানিস্তান। দেশের মানুষ প্রাণ বাঁচাতে উঠে পড়েছেন বিমানের ছাদে। উড়ে যাওয়ার সময়ে বিমানের ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন দু’ জন। এমন ভয়াবহ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। তালিবানরা দেশের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার জন্য মরিয়া সেদেশের সাধারণ মানুষ। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের আরও একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে কাঁদবে মায়েদের মন।
আরও পড়ুনঃ প্রাণে বাঁচতে একই বিমানে কয়েকশো আফগানবাসী, প্রকাশ্যে এল হৃদয়বিদারক সেই ছবি
সম্প্রতি কাবুল বিমানবন্দরে একরত্তি একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, প্লাস্টিকের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। কাছেপিঠে দেখা যাচ্ছে না তার মা-বাবাকে। তালিবানের ভয়ে হয়তো পলাতক তার মা-বাবা। বিমানবন্দরের কর্মীদের অনুমান, শিশুটি হুড়োহুড়ির মধ্যে মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত অন্য অনেকের মতো তার পরিবারও বিমানবন্দরে এসেছিল।
এরপর কোনোভাবে সে বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের মতোই শিশুটির ভবিষ্যতও অনিশ্চিত। যে আফগানিস্তান আজ তালিবানদের দখলে সেই আফগানিস্তান কি কোনওদিন শিশুটির বাসযোগ্য হতে পারবে? বিশ্ববাসীর মনে এ প্রশ্ন থেকেই যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584