অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
ডার্বি দিয়ে ইস্টবেঙ্গল এবার আইএসএল শুরু করবে। তাই বেশ উত্তেজিত দলের অন্যতম বিদেশি মিডফিল্ডার জাক মাঘোমা। আগামী ২৭ নভেম্বর ডার্বিতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ডার্বি ও আইএসএল প্রসঙ্গে মাঘোমা বলেন, “এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। এক নতুন রোমাঞ্চকর অভিযান। আগামী ২৭ নভেম্বর ডার্বি ম্যাচে নামার জন্য আর তর সইছে না আমার।“
আরও পড়ুনঃ বিরাটকে মিস করবেন জানালেন লিঁও
আইএসএল প্রসঙ্গে তিনি বলেন, “টিভিতে এই লিগের কয়েকটা ম্যাচ দেখেছি।সেখান থেকে জানতে পারি বিভিন্ন দেশের জনপ্রিয় ফুটবলাররা এই লিগে খেলে। আমার কাছে এটা বড় চ্যালেঞ্জ। তাই যখন প্রস্তাবটা আসে তখন খুব উত্তেজিত হয়ে উঠি।“ কোচ রবি ফাউলারের জন্যও এসসি ইস্টবেঙ্গলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও জানাতে ভোলেননি মাঘোমা।
তিনি বলেন, “ছোটবেলায় ফাউলারকে দেখতাম, তাঁকে খুব পছন্দ ছিল আমার।দুই পায়েই গোল করার ক্ষমতা ছিল। উনি কিংবদন্তি। তাই উনি এই দলের কোচ হয়ে আসার জন্য আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584