মুকুল পিএসি-র চেয়ারম্যান, প্রতিবাদে অন্য ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা বিজেপির

0
83

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার প্রতিবাদে বিধানসভার আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়করা।

BJP MPs
সৌজন্যেঃ এএনআই

গত শুক্রবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিজেপি বিধায়করা বিধানসভার যে সমস্ত কমিটির চেয়ারম্যান হয়েছেন, সব পদ থেকে তাঁরা ইস্তফা দেবেন। সেই অনুযায়ী মঙ্গলবার দুপুরে বিধানসভায় গিয়ে তাঁরা ইস্তফাপত্র তুলে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে। অধ্যক্ষ তা নিয়েছেন তবে তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তিনি।

যদিও মুকুল রায় খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক হিসেবেই বিধানসভার সদস্য। কিন্তু বিজেপির অভিযোগ, মুকুল রায় ইতিমধ্যেই তৃণমূল ভবনে গিয়ে হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়েছেন, সেক্ষেত্রে তিনি কী করে অন্য দলের সদস্য হিসাবে মর্যাদা পাচ্ছেন? এ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ ইন্টারনেটের নিয়ন্ত্রনের বিপক্ষে মন্তব্য করে কি কেন্দ্রকেই বিঁধলেন গুগল প্রধান!

মঙ্গলবার বিজেপির পরিষদীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা কল্যাণী, মনোজ টিগ্গা, নিখিল রঞ্জন দে, বিষ্ণু প্রসাদ শর্মা, দীপক বর্মন, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন ও অশোক কীর্তনিয়া।

মূলত মুকুল রায় পিএসি চেয়ারম্যান হওয়ার কারণেই যে তাঁদের ইস্তফা দেওয়া তাও স্পষ্ট করেই বলেছেন কালিম্পংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর বক্তব্য পিএসি-র চেয়ারম্যান হিসেবে তাঁরা মুকুল রায়কে মনোনীত না করা সত্বেও তিনিই চেয়ারম্যান হয়েছেন, যা তাঁরা মানতে পারছেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here