ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মধ্যপ্রদেশের গুনা জেলায় হাইওয়েতে ট্রাক ও বাসের সংঘর্ষে ৮ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫৫ জন।
8 labourers lost their lives & 54 others were injured, they are being treated at the district hospital. Postmortem & further investigation underway: TS Baghel, ASP Guna #MadhyaPradesh https://t.co/4AMD28IT5g pic.twitter.com/HL5ybGcZxp
— ANI (@ANI) May 14, 2020
প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিল ট্রাকটি। তখন উল্টো দিক থেকে আসা একটি ফাঁকা বাস ট্রাকটিকে সামনাসামনি ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে এই পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাও এর বাসিন্দা।গুনা কালেক্টর এস বিশ্বনাথন বলেন,”পুলিশ রেভিনিউ টিম এবং ডাক্তারদের দল ঘটনাস্থলে রাত্রি ২:৩০ নাগাদ পৌঁছায়। আহতদের তৎক্ষণাৎ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদি ঠিক সময়ে ব্যবস্থা না করা যেত তাহলে মৃতের সংখ্যা আরও বাড়ত। ”
আরও পড়ুন:শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৩৭২২ জন
গত ৯ই মে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় এক ট্রাক উল্টে ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় এবং১৩ জন আহত হন।(ফিচার ছবি: সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584