নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক পটকা কারখানার তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন আট জন শ্রমিক। গাজিয়াবাদের মোদী নগরের ঘটনা। গাজিয়াবাদের পুলিশ সুপার নীরজ কুমার জাদাউন জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ওই কারখানায় আগুন লেগে গেলে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ সাত জনের। মৃতের সংখ্যা বেড়ে ৮ হয়।
A magisterial inquiry has been ordered into the matter. An ex gratia of Rs 4 lakhs each will be provided to the kin of the deceased. Free treatment and Rs 50,000 each as financial aid will be provided to injured: Ajay Shankar Pandey, District Magistrate Ghaziabad https://t.co/mQ75csmyG9 pic.twitter.com/wqTMe3LSQ8
— ANI UP (@ANINewsUP) July 5, 2020
দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন। পুলিশের দাবি, এ দিন কারখানার ২০-২৫ জন শ্রমিক পার্টিতে ফাটানোর পটকা বানাচ্ছিলেন। আর সেই সময়ই ঘটে তীব্র বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনা ঘটার পরই তৎক্ষণাৎ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ খয়রাশোলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত ৪
Death toll rises to 8 in fire at candle-manufacturing factory in Modi Nagar in UP's #Ghaziabad district: Official
— Press Trust of India (@PTI_News) July 5, 2020
পুলিশ জানিয়েছে, কারখানার মালিকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কারখানার নথিপত্রও। ওই পটকা কারখানার কোনও বৈধ লাইসেন্স নেই এবং সেখানে কোনও সতর্কতামূলক নিরাপত্তাবিধি মেনে চলা হয় না বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসী ভূপেন্দ্র কুমারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584