মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
লকডাউন শুরু হওয়ায় ভিন রাজ্যে আটকে পড়েছে বহু পরিযায়ী শ্রমিক। কখনো পায়ে হেঁটে আবার কখনো সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। এরপর তাঁদের নিজ বাড়ি ফেরাতে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালু করে কেন্দ্রীয় সরকার। কিন্তু এতেও রেহাই নেই। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। অসুস্থ থাকলে শ্রমিক ট্রেনে উঠবেন না, উপদেশ দিয়েছে ভারতীয় রেল।
রেল জানিয়েছিল যে, কয়েকটা দুর্ভাগ্যজনক মৃত্যুর খবরের জেরে তাদের এই উপদেশ। কিন্তু ঠিক কতজন মারা গিয়েছে, সেই সম্বন্ধে কিছু জানায়নি তারা। সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ৯ মে থেকে শ্রমিক ট্রেনে মারা গিয়েছেন ৮০ জন পরিযায়ী শ্রমিক। রেলওয়ে পুলিশ ফোর্সের (আরপিএফ) রিপোর্ট থেকে এই তথ্য উঠে এসেছে।
প্রতিদিনই ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হয়েছে শ্রমিকদের দেহ। ১মে থেকে ২৭ মে অবধি চলেছে ৩৮৪০টি ট্রেন। প্রায় ৫০ লক্ষ পরিযায়ী বাড়ি ফিরেছেন এই ট্রেনে। বুধবার নয় জনের মৃত্যুর খবর ছিল যদিও রেল বলে অধিকাংশই আগে থেকে অসুস্থ ছিলেন। তাঁরা চিকিৎসার জন্য বড় শহরে গিয়েছিলেন ও ট্রেন চালু হওয়ায় ফিরছিলেন।
আরও পড়ুনঃ কুলগাম এনকাউন্টারে নিহত দুই হিজবুল জঙ্গি
আরপিএফের দেওয়া সংখ্যা ফের ক্রসচেক করে দেখবে রেলমন্ত্রক। যা তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায়, ৯ থেকে ২৭ তারিখের মধ্যে ৮০ জন মারা গিয়েছেন। ১ থেকে ৮ তারিখের তথ্য এখনও মেলেনি। সরকারিভাবেও কিছু জানানো হয়নি। উত্তর রেলওয়ের মুখপাত্র বলেন যে, তাঁর কাছে সঠিক তথ্য নেই, তবে তাঁরা সবসময় চেষ্টা করেন অসুস্থদের সাহায্য করতে। কেউ না খেতে পেয়ে মারা গিয়েছে, এটা বলা ঠিক নয়। অনেক ঘটনাই নিজেদের অনুসন্ধানে রেল জানাচ্ছে যে আগে থেকেই অসুস্থ ছিলেন, যারা মারা যাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584