রাজ্যে করোনা আক্রান্তে মৃত্যু বেড়ে ৬৮, নতুন আক্রান্ত ৮৫

0
177

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফের বিপুল হারে করোনা সংক্রমণের খবর কলকাতায়। মঙ্গলবার বিকেলে করোনা সংক্রমণের সময়ে প্রথমবার নবান্নে প্রেস কনফারেন্স করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৮৫ জন নতুন করে সংক্রামিত হয়েছেন, ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

corona positive | newsfront.co

তাঁর দেওয়া অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৮৫ জন আক্রান্ত হওয়ার ফলে আক্রান্তের সংখ্যা ১২৫৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৪। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা রাজ্যে ৬৮ জন। করোনা সংক্রমণের সঙ্গে অন্য কো-মর্বিডিটি হিসাব করলে সংখ্যাটা ১৪০ জন। এই মুহূর্তে চিকিৎসা চলছে ৯৪০ জনের। গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন সুস্থ হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৪ জন।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে রাজ্যের তথ্যে ফারাক আসছিল। কিন্তু এই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট এবং নবান্নের হিসেব সম্পূর্ণ মিলে গিয়েছে।

প্রসঙ্গত, সোমবার থেকেই প্রথম রাজ্যে মোট আক্রান্তের হিসেব দিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব রাজীব সিনহা বলেছিলেন, এতদিন সব জায়গা থেকে তথ্য আসছিল না। এখন সরকারি, বেসরকারি সব ল্যাব থেকে তথ্য আসা শুরু করেছে। ফলে এখন রোজ মোট আক্রান্তের সংখ্যা জানানো যাবে।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব এদিন করোনা আক্রান্তের হিসেব দেওয়ার পাশাপাশি জানান, এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে রেশন সামগ্রী বিতরণই অগ্রাধিকার রাজ্য সরকারের। তাঁর দাবি, এখন খাদ্যসাথী প্রকল্পে যে রেশন ব্যবস্থা রাজ্যে চলছে তাতে উপকৃত প্রায় ৯ কোটি ৩০ লক্ষ মানুষ। ডিজিটাল রেশন কার্ড না থাকার কারণে ৬৫ লক্ষ মানুষকে কুপনও দেওয়া হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে রাজ্যের রেশন ব্যবস্থায় উপকৃত প্রায় ১০ কোটি মানুষ।

অন্যদিকে স্বাস্থ্য দপ্তরে বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে ১৬ জেলায় কোনও করোনা সংক্রমণ হয়নি। তবে কলকাতায় আক্রান্ত সবচেয়ে বেশি, তারপর হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা। রাজ্য স্বাস্থ্য দফতর যে করোনা সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে সে কথাও এদিন নবান্নে উল্লেখ করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে, রাজ্যের আশাকর্মীদের সাহায্যে ৫ কোটি ৫৭ লক্ষ মানুষের বাড়ি ঘুরে ৯১৫১৫ জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৮৭২ টি ক্ষেত্রে অসুস্থ চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ৩৭৫ জনের বিভিন্ন জনের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা রয়েছে। আর এদের মধ্যে ৬২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here