নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
উত্তর পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত উমর খালিদের জামিনের বিরোধিতা করতে গিয়ে আমেরিকার ৯/১১ জঙ্গী হামলার তুলনা টানলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ। শুক্রবার অ্যাডিশনাল সেশন জাজ অমিতাভ রাওয়াতের এজলাসে দাঁড়িয়ে তিনি অভিযোগ তুলেছেন শার্জিল ইমামের পরামর্শদাতাও নাকি উমর খালিদ।
উমর খালিদের তরফে এর আগে আবেদনে বলা হয়েছিল যে, তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ৫ টি মেসেজ পাঠিয়েছিলেন কিন্তু ঘটনাস্থলে আদৌ উপস্থিত ছিলেন না। তারই প্রত্যুত্তরে পাবলিক প্রসিকিউটরের দাবি, “ এনারা প্রতিবাদের মঞ্চে বসে ঘটনার দিকে নজর রাখছিলেন ঠিক যেমন ৯/১১ এর হানার মূল চক্রীরা কেউই মার্কিন যুক্তরাষ্ট্রে উপস্থিত ছিলেন না।“
আরও পড়ুনঃ ২ বিলিয়ন ডলারে মোদী সরকার কিনেছে পেগাস্যাস, দাবি নিউ ইয়র্ক টাইমসের
স্পেশাল পাবলিক প্রসিকিউটর আরও বলেন যে, ১৭ ফেব্রুয়ারি যে প্রতিবাদ হিংসাত্মক আকার নিতে চলেছে তার যথেষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা জানিয়ে ঐ গ্রুপে বেশ কিছু মেসেজও পাঠানো হয়েছিল। উমর খালিদ সেই গ্রুপে থাকা সত্বেও একেবারে চুপ করে ছিলেন। সয়ালে তিনি এও উল্লেখ করেন যে, উমর খালিদ আসলে শার্জিল ইমামের পরামর্শদাতা। উমর খালিদের তরফে বলা হয় যে শার্জিল ইমামের সঙ্গে তাঁর আদৌ কোন যোগাযোগ ছিলনা। তার প্রেক্ষিতে নিজের মত প্রতিষ্ঠা করতে পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ জাঙ্গপুরাতে অনুষ্ঠিত হওয়া একটি মিটিং ছবি দেখান যেটিতে উমর খালিদ এবং শার্জিল ইমাম দুজনে আলাদাভাবে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন জাফরাবাদে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচীর সময় ‘পিঁজরা তোড়’ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ হয় উমরের যা নাকি একেবারেই স্বাভাবিক নয়!
আরও পড়ুনঃ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় উঠে এল শিল্পপতি গৌতম আদানি
স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর অমিত প্রসাদ বলেন, বিষয়টা কখনই সিএএ- এনআরসি-এর বিরুদ্ধে প্রতিবাদ ছিলনা। প্রতিবাদ মঞ্চের বিভিন্ন ভাষণ থেকে বোঝা গিয়েছে আদতে এর উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারকে হেনস্থা করা। স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, “এনআরসি সংক্রান্ত প্রতিবাদের আড়ালে আসলে লুকিয়ে ছিল বাবরি মসজিদের দুঃখ, তিন তালাক বাতিল করার দুঃখ, ৩৭০ ধারা প্রত্যাহারের দুঃখ। সব মিলিয়ে বিষয়টি একেবারেই ধর্মীয়।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584