নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো মায়াভিটা গ্রাম। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন ৯ জন। ঘটনার পর জখমদের নিয়ে আসা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
জানা গেছে, গোলাম মোস্তফা এবং জহিরুল ইসলাম – দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে আড়াই বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বুধবার সকালে ওই জমিতে গোলাম মোস্তফা চাষ করতে গেলে জহিরুল ইসলাম ও তার লোকজন চাষের কাজে বাধা দেয়।
আরও পড়ুনঃ ভাইয়ে ভাইয়ে ঝামেলা, থামাতে গিয়ে নিহত মা
সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠি, বাঁশ, লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে গোলাম মোস্তফার পরিবারের পাঁচজন এবং জহিরুল ইসলামের পরিবারের চারজন জখম হয়। তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
জখমদের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে চার বিঘা জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন বছর ধরে ঝামেলা চলছে। এদিন এক পক্ষ ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে এলেই অপরপক্ষ বাধা দেয়। ফলে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। পুলিশ এবিষয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584