৯১ ছুঁই ছুঁই বৃদ্ধা কনকলতা দেবীর ব্যতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন!

0
46

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

নব্বই পেরিয়ে ৯১ ছুঁই ছুঁই বৃদ্ধা কনকলতা পন্ডা। বাড়ি থেকে সচরাচর বের হন না। কারণ এমনিতেই স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারেন না, বয়সজনিত কারনে বাকি সাধারণ মানুষের মতো চলাফেরা করার ক্ষমতা হারিয়েছেন, কোমর নুইয়ে গিয়ে ঝুঁকে পড়েছেন। কখনও একটু চলতেই হাঁপাচ্ছেন। তবু স্বাধীনতার স্বাদ তাঁকে ঘরবন্দি করে রাখতে পারেনি।

Old woman | newsfront.co
কনকলতা পন্ডা। নিজস্ব চিত্র

আচমকাই দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘীতে এক চা দোকানে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে বসে রয়েছেন। আমাদের কিছুটা কৌতূহল হলে ওই বৃদ্ধার কাছে গিয়ে কিছু প্রশ্ন করি। তাঁর বলার মতো শক্তি নেই, তবু কোনোরকম ঠাউরে ঠাউরে নিজের নাম, বাড়ি , বয়সটাই বলতে পারলেন। তাই আর জোর না করেই শুধুই ছবিটাই তুললাম।

আরও পড়ুনঃ ‘আড়ম্বরহীন’ সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাধীনতা দিবস পালন রেড রোডে

বীরাঙ্গনা মাতঙ্গিনীর কথা আমরা, শুনেছি, পড়েছি, পাঠ্য বইতে, তবে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, কিন্তু আজ ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন সাত সকালেই একানব্বই বয়সী কনকলতা পন্ডাকে দেখে মনে পড়ল সেই বীরাঙ্গনা মাতঙ্গিনীর কথা।

আরও পড়ুনঃ ৯৩তম জন্মদিনে আঁখ মারে গানের তালে কলকাতার ঠাকুমার নাচ ভাইরাল

করোনার আবহে তাঁকে গৃহবন্দি রাখতে পারেনি কেউ। নস্করদিঘী বাজারে যখন দুই রাজনৈতিক দলের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, তখন তিনি নিজেই উৎসাহিত হয়ে প্রানভরা আবেগ নিয়ে জাতীয় পতাকা হাতে বসেছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here