নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যের চার বিধানসভা কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে ভোট হবে ৩০ অক্টোবর। ফল প্রকাশ ২ নভেম্বর। চার কেন্দ্রে নির্বিঘ্নে ভোটের লক্ষ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। প্রথমে নির্বাচন কমিশন বলে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা এক ধাক্কায় বাড়িয়ে করা হল ৮০, এবার আরও ১২ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানালো কমিশন। অর্থাৎ ৪ কেন্দ্রের উপনির্বাচনে মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, দিনহাটায় থাকবে ২৭ কোম্পানি, শান্তিপুরে ২২ কোম্পানি, খড়দহে ২০ কোম্পানি ও গোসাবায় ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিএসএফ এর পাশাপাশি সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপির জওয়ানরাও থাকবেন দায়িত্বে।
আরও পড়ুনঃ বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
খড়দহে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় সাহা ও সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ, বিজেপির প্রার্থী অশোক মণ্ডল ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। শান্তিপুরে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল, বিজেপির প্রার্থী পলাশ রানা, আরএসপির প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584