শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
গত দু’দিন ধরে আরও দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে। অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতিবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন। জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় আরও ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আরও সাত জন মারা যাওয়ায় রাজ্যে মৃত্যু সংখ্যা ৭৯।
তবে করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১১০১ জনের। এ দিন আরও ৩১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হওয়ার সংখ্যা ২৯৬ জন, যা মোট আক্রান্তের ১৯ শতাংশ।
92 new #COVID19 positive cases have been confirmed today in West Bengal; taking the total number of positive case to 1,548. Total deaths due to #COVID19 stand at 79 and total active cases is at 1,101: Heath Department, West Bengal pic.twitter.com/Xb2ipIcNIo
— ANI (@ANI) May 7, 2020
রাজ্যের বুলেটিন আরও জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ২৬১১ জনের। ফলে এ যাবৎ রাজ্যে মোট করোনা টেস্টের সংখ্যা ৩২৭৫২। রাজ্যের মোট ১৭টি ল্যাবে চলছে পরীক্ষা। মেডিক্যাল কলেজে করোনা চিকিৎসা চালু হওয়ায় এই মুহূর্তে রাজ্যে করোনা হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৪৭৫৭ জন। হোম কোয়ারেন্টাইনে ৯৬১৮ জন।
বৃহস্পতিবারের বুলেটিনে জেলাওয়াড়ি যে তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন, তাতে দেখা যাচ্ছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭৮৩। অর্থাৎ রাজ্যে মোট যত মানুষ আক্রান্ত করোনাভাইরাস সংক্রমণে, তার অর্ধেকের বেশি আক্রান্ত শুধু কলকাতায়। কলকাতায় এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ৫৩৫ জনের দেহে এবং এদিন আরও নতুন ২৯ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কলকাতার পরেই আছে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা ৩২৪। তারপরেই উত্তর ২৪ পরগনায় ২২০ জন। এ দিনের বুলেটিনেও আরও দেখা যাচ্ছে, রাজ্যের ৭ জেলা যথাক্রমে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখনও পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584