সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
আসামের বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷ পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ৯২ জনের প্রাণহানি ঘটেছে। আরও জানা গেছে যে, বন্যার কারণে আরও ৭ জনের প্রাণ গেছে। ২৬টি জেলার ৩৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।
আসাম রাজ্যের বিপর্যয় মোকাবিলা সংস্থার দৈনিক বন্যা সংক্রান্ত খবরের ভিত্তিতে জানা যায় যে, মরিগাও জেলায় ৩ জনের, বরাপেটায় ২জন এবং সোনিতপুর ও গোলাঘাট জেলায় যথাক্রমে ১ জনের মৃত্যু হয়েছে৷ পিটিআই রিপোর্টে সূত্রে জানা যায়, বন্যায় ৬৬ জনের এবং ধসের কারণে ২৬ জনের প্রাণহানি ঘটেছে৷
আরও পড়ুনঃ আসামকে ইনার-লাইন পারমিট পদ্ধতির অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ দেশের সর্বোচ্চ আদালতে
বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, সোনিতপুর, দরাং, বক্সা, নলবাড়ি, বরপেটা, চিরাং, বঙ্গাইগাও, পোকরাঝার, ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, মরিগাও, নগাও, হোজাই, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগর, তিনসুকিয়া এবং কারবি আনলঙ প্রমুখ৷
আরও পড়ুনঃ কুলগাম এনকাউন্টারে খতম ৩ জঙ্গি
বুলেটিন অনুযায়ী জানা যায়, ধুবরি জেলার বরাপেটায় প্রায় সাড়ে ৫ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোয়ালপাড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪লক্ষ ২৮ হাজার মানুষ ৷এনডিআরএফ, এসডিআরএফ, স্থানীয় মানুষ এবং জেলা প্রশাসনের সহযোগীতায় গত ২৪ ঘন্টায় ১৮০টা নৌকোর সহায়তায় আসামে প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584