শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
তাহলে কি এতদিন নবান্ন থেকে রাজ্যবাসীর সামনে অন্যরকম তথ্য পেশ করছিলেন মুখ্যসচিব? ৩০ এপ্রিল রাজ্যের স্বাস্থ্যসচিবের বিবেক কুমারের স্বাক্ষরিত কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদনকে পাঠানো একটি চিঠি প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই চিঠিতে বলা হয়েছে, এ রাজ্যে করোনা আক্রান্ত ৯৩১ জন, যার মধ্যে কলকাতাতেই ৪৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নবান্নে দাবি করা হয়েছে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫৭২ জন, সুস্থ ১৩৯ জন এবং মৃত ৩৩ জন। সব মিলিয়ে ৭৪৪ জনের হিসেব জানিয়েছিল রাজ্য। অথচ ওই দিনেই পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে যে, ১৮৭ জন বেড়ে আক্রান্ত ৯৩১। তা হলে সেই কথা নবান্নে কেন বললেন না মুখ্যসচিব, স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে।
রাজ্যের চিঠি অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৯, হাওড়ায় ১৭৬, উত্তর ২৪ পরগনায় ১২২ ও পূর্ব মেদিনীপুরে ৩৪। এছাড়া বাকি ১১টি অরেঞ্জ জোন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মিলিয়ে দাঁড়াচ্ছে ৯৩১।
অরেঞ্জ জোন জেলাগুলির মধ্যে হুগলিতে ৩১, দক্ষিণ ২৪ পরগনায় ২৫, পশ্চিম মেদিনীপুরে ১২, পশ্চিম বর্ধমানে ১০, নদিয়ায় ৮, কালিম্পংয়ে ৭, দার্জিলিংয়ে ৬, মুর্শিদাবাদ, মালদহ ও পূর্ব বর্ধমানে ২ জন করে করোনা রোগীর সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই এই চিঠি প্রবল জল্পনার জন্ম দিয়েছে। রাজ্যের প্রকৃত করোনা পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ, তা এই চিঠির মাধ্যমেই যেন প্রকাশ্যে উঠে এল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584