শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
পেট্রল-ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। আর পেট্রোপণ্যের দাম যত বাড়ছে, ততই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কথা ভেবে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে মধ্যবিত্তের।এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই বিতর্ক সৃষ্টি করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি। তাঁর মতে, দেশে খুব সংখ্যক মানুষেরই চার চাকার গাড়ি রয়েছে আর তাই বাকিদের পেট্রোলের দাম নিয়ে কোন মাথাব্যথা নেই।
উত্তরপ্রদেশের জালাউনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে উপেন্দ্র তিওয়ারি বলেন, বিরোধীদের কোনও ইস্যুই নেই তাই তাঁরা এসব প্রসঙ্গ তুলছেন।
#WATCH | Jalaun: UP Min Upendra Tiwari says, "…Only a handful of people use 4-wheelers & need petrol. 95% of people don't need petrol. Over 100 cr vaccine doses were administered free of cost to people…If you compare (fuel price) to per capita income, prices are very low now" pic.twitter.com/rNbVeiI7Qw
— ANI UP (@ANINewsUP) October 21, 2021
তিওয়ারি বলেন, “২০১৪ সাল থেকে পরিসংখ্যান দেখুন। মোদিজি এবং যোগীজির সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের জনপ্রতি আয় দ্বিগুণ হয়েছে। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বলা যায়, দেশের খুব সংখ্যক মানুষই চার চাকা ব্যবহার করেন, দেশের ৯৫ শতাংশ মানুষেরই পেট্রলের প্রয়োজন পড়ে না।”
उप्र के भाजपाई मंत्री जी ने कहा कि महँगे पेट्रोल से आम जनता को फ़र्क़ नहीं पड़ता क्योंकि 95% जनता को पेट्रोल की ज़रूरत नहीं है। अब मंत्री जी को भी नहीं पड़ेगी क्योंकि जनता उनको पैदल कर देगी। सच्चाई तो ये है कि 95% जनता को भाजपा की ज़रूरत नहीं है।
‘थार’ में तो डीज़ल पड़ता है ना?
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 22, 2021
আরও পড়ুনঃ নভেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন
বিজেপি মন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশজুড়ে, সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব একটি টুইট করেন এই প্রসঙ্গে। অখিলেশ লিখেছেন, “বিজেপি মন্ত্রী মনে করেন পেট্রলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর কোনও প্রভাব ফেলে না। কারণ ৯৫ শতাংশ মানুষেরই নাকি পেট্রলের প্রয়োজন পড়ে না। এবার ওই মন্ত্রীরও আসলে পেট্রলের প্রয়োজন পড়বে না। কারণ মানুষ তাঁকেই ক্ষমতাচ্যুত করবে। আসল কথা হল ৯৫ শতাংশ মানুষই আর বিজেপিকে চায় না”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584