বানভাসী কাজিরাঙা, একশৃঙ্গ গণ্ডার-সহ প্রায় ৯৬টি বন্যপ্রাণীর মৃত্যু

0
44

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

টানা বৃষ্টির জেরে জলের তলায় কাজিরাঙা অভয়ারণ্য। তাই বাস্তু হারিয়ে এখন জনবসতির দিকে হাঁটছে অরণ্যের প্রাণীকুল। জানা গেছে, ৩৩ টি জেলার মধ্যে বন্যার কবলে অসমের ২৫ টি জেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩৪ লক্ষ মানুষ।

Rhinoceros | newsfront.co
পথের ধারে ক্লান্ত একশৃঙ্গ গন্ডার। ছবিঃ টুইটার পোস্টের স্ক্রিনশট

শুধু তাই নয়, এই বন্যার কারণে কাজিরাঙার গর্ব একশৃঙ্গ গণ্ডার-সহ প্রায় ৯৬টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বলেও খবর মিলেছে। এই পরিবেশের মধ্যে সম্প্রতি কাজিরাঙা অরণ্যের একটা করুণ ভিডিও ভাইরাল হল।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, শ্রান্ত এক গণ্ডারকে উদ্ধারে ব্যস্ত বন দফতরের কর্মীরা। কাজিরাঙা ন্যাশনাল পার্ক টুইটারে সেই ভিডিও পোস্ট করে লেখা হয়, “জলের তলায় চলে গেছে কাজিরাঙা অভয়ারণ্য। সেই জল পেরিয়ে একটু আশ্রয়ের খোঁজে বেরিয়েছিল এই গণ্ডার। মাঝরাস্তায় ক্লান্ত হয়ে পড়ায় এই গণ্ডার জাতীয় সড়ক-৩৭-এ ঘুমিয়ে পড়েছে।

আরও পড়ুনঃ আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ৯২জনের প্রাণহানি

যেহেতু আশপাশে বসতি, তাই আমরা একে নিরাপদ আশ্রয়ে সরানোর চেষ্টা করছি। নগাঁও পুলিশ আর বন দফতর এই কাজে আমাদের সাহায্য করেছে। ভাইরাল সেই ভিডিওতে আরও দেখা গেছে, সড়ক দিয়ে অন্য গাড়ি গেলেও ওই অচেতন অবস্থায় শুয়ে থাকা গণ্ডারকে কেউ বিরক্ত করছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here