করোনায় মৃত ৯৯ ডাক্তার, ‘রেড অ্যালার্ট’ জারি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

0
83

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

প্রতীকী চিত্র

দেশে করোনায় অন্তত ৯০ জন ডাক্তারের প্রাণহানি হয়েছে।

এমনটাই জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তারা জানায় দেশব্যাপী করোনা আক্রান্ত হয়ে ৯৯ জন ডাক্তারের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ‘রেড অ্যালার্ট’ জারি করে ডাক্তার ও চিকাৎসার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের আরও সুরক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

আইএমএ’র জাতীয় করোনা পঞ্জির তথ্য অনুযায়ী দেশে মোট ১৩০২ জন ডাক্তার করোনায় আক্রান্ত হন।তার মধ্যে মৃত্যু হয় ৯৯ জনের। মৃত ৯৯ ডাক্তারের মধ্যে পঞ্চাশোর্ধ রয়েছেন ৭৩ জন, ১৯ জনের বয়স ৩৫-৫০ বছর, বাকি ৯ জনের বয়স ৩৫ বছরের কম।

বুধবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে জানান হয় যদি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমাতে হয় সেটা ডাক্তার ও হাসপাতাল থেকেই শুরু করতে হবে।

আরও পড়ুন:করোনার কবলে সৌরভের দাদা

করোনা অতিমারিতে বিশ্বজুড়ে যখন থর হরিকম্প পরিস্থিতি, তখন জীবন বাজি রেখে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ডাক্তাররা প্রতিদিন মানুষ ও ভাইরাসের মাঝখানে পাহারাদার হয়ে লড়ে যাচ্ছেন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here