ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
রাশিয়ায় ক্রমশ বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাশিয়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২,১৯৬ জন এবং একদিনে মৃত্যু হয়েছে ৯৯৯ জনের, সেদেশের করোনা ভাইরাস টাস্ক ফোর্স জানিয়েছে এই উদ্বেগজনক তথ্য। হঠাৎ করে এই ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে রাশিয়ার হাসপাতালগুলিতে।
বিগত কয়েকদিন ধরে রাশিয়াতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০০-এর আশেপাশে ঘোরাফেরা করছে। আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকার কারণ হিসেবে ধীর গতির টিকাকরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে যদি ফের বিধি নিষেধের কড়াকড়ির পথে হাঁটতে হয় তাহলে আবার ভয়ঙ্কর চাপ আসবে দেশের অর্থনীতিতে।
সরকারি সূত্রে বলা হয়েছে, সেদেশের মোট জনসংখ্যার মাত্র ২৯ শতাংশের টিকাকরণ এপর্যন্ত সম্পন্ন হয়েছে। অর্থাৎ ১৪৬ মিলিয়ন রাশিয়ান জনগণের মধ্যে ৪৩ মিলিয়ন জনগণকে টিকা দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে থাকায় ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে রাশিয়া যার জেরে ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে সেদেশের অর্থনীতি পাশাপাশি, টান পড়বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তায়।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত কেরল, মৃত্যু অন্তত ১১ জনের
ইতিমধ্যেই রাশিয়ার প্রায় ৮৫ টি অঞ্চলে জারি হয়েছে কোভিড বিধি নিষেধ। তবে মস্কো, সেন্ট পিটার্সবার্গের মতো বেশ কিছু বড় শহরে তেমন কোনো বিধিনিষেধের বালাই নেই এখনো, এমনকি মাস্ক ব্যবহারেও বাধ্যবাধকতা তেমন ভাবে নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584