নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অসমে ছটপুজো সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৯ জন। ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জের পাথরখাণ্ডির বৈতাখাল এলাকায়। জানা গেছে, নিহতদের মধ্যে ৩ জন শিশু।
সূত্রের খবর, ছটপুজো সেরে ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে অটোয় করে ফিরছিলেন একই পরিবারের বেশ কয়েকজন। এমন সময় করিমগঞ্জের পাথরখাণ্ডির কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃ্ত্যু হয় ৯ জনের।পুলিশ সূত্রে খবর, এঁরা সকলেই লঙ্গাই চা বাগান এলাকার বাসিন্দা। ছট পুজো উপলক্ষ্যে লঙ্গাই নদীতে গিয়েছিলেন। আর বাড়ি ফেরার পথেই অটো ও ট্রাকের সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনাটি। মৃতদের মধ্যে কিছুজনের দেহ শনাক্ত করা গিয়েছে। তাঁরা হলেন, গারুভ দাস পানিকা, দুজা ভাই পানিকা, সালু ভাই পানিকা, শম্ভু দাস পানিকা, পুজা গোড়, দেব গোড়, লালন গোস্বামী, সানু রি এবং মাঙ্গলি কর্মকার। গুরুতর জখম হয়েছেন টিপু কর্মকার নামে এক ব্যক্তি।
Assam | Nine persons were killed in an accident between a truck & an autorickshaw at Baitakhal, Patharkhandi today morning
"Assam Police is trying to trace the driver of the truck who had fled the scene after hitting the auto deceased were travelling in", says CM Himanta B Sarma
— ANI (@ANI) November 11, 2021
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে আটক করলেও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি এবং ট্রাক চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ কান্দিতে তৃণমূল বুথ কমিটির সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ
এই বিষয়ে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া জানান, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম আমি। সঙ্গে মেডিকেল টিমও ছিল। রাস্তা থেকে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’ ছট পুজোর দিনে এমন দুর্ঘটনায় ব্যাপক শোরগোল এলাকাজুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584