মদের পরিবর্তে হ্যান্ড স্যানিটাইজার পান করে অন্ধ্রে মৃত ৯

0
48

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মদ পাওয়া যাচ্ছে না। তাই মদের বদলে হ্যান্ড স্যানিটাইজার সেবন করে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন কমপক্ষে নয় জন। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় গত দুই দিনে মারা গিয়েছেন এই ব্যক্তিরা। এই দুর্ভাগ্যজনক ঘটনাটি হয়েছে কুরিচেদু শহরে।

Alcohol | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ জানিয়েছে, ওই শহরে বুধবার রাতে একজন মারা যান। এরপর গতকাল আরও দুই জন ও শুক্রবার সকালেই ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ভিখারী ও বাকি ছয়জন বস্তিবাসী বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কুড়িজনকে শনাক্ত করা হয়েছে যারা মদের জায়গায় স্যানিটাইজার পান করেছিলেন। এই নয় পুরুষের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা অবলুপ্তির ১ বছর পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীর বার অ্যাসোসিয়েশনের সভাপতি

প্রকাশম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানান যে, জেলায় লকডাউন চলছে বলে মদ পাওয়া যাচ্ছে না। ফলে বিকল্প হিসাবে স্যানিটাইজার সেবন করেন ওই ব্যক্তিরা। বুধবার রাতে একজন ভিক্ষুক এই স্যানিটাইজার সেবন করার পরেই বলেন যে পেট পুরো জ্বলে যাচ্ছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। বৃহস্পতিবার সকালে আরও দুইজন এরকমই পেটের ব্যাথা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু রাতে তারা মারা যান। এই একইরকমভাবে মৃত্যু হয়েছে আরও ছয় জনের।

আরও পড়ুনঃ রামমন্দিরের ভূমিপুজোর প্রস্তুতি তুঙ্গে! করোনা আক্রান্ত মন্দিরের পুরোহিত-সহ ১৬ পুলিশকর্মী

গত দশ দিন ধরে লকডাউন চলছে অঞ্চলে। সব মদের দোকান বন্ধ। তাই এহেন ঘটনা ঘটল। এদিকে, স্থানীয় দোকান থেকে স্যানিটাইজার আটক করে সেগুলির পরীক্ষা করা হচ্ছে। পুলিশ এটাও তদন্ত করছে যে, এই সব ব্যক্তি শুধু স্যানিটাইজার সেবন করেছিলেন নাকি চোলাইয়ের সঙ্গে মিশিয়ে পান করেছিলেন তাঁরা।

মৃত ব্যক্তির পরিবারবর্গ বলেছেন যে, স্যানিটাইজার সেবন করার কিছুক্ষণ পরেই জ্ঞান হারান তাঁরা। কতটা করে স্যানিটাইজার সেবন করা হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজারেই জব্দ করোনা। কিন্তু এটা যে পান করা যাবে না, তা নিয়ে আগেই সাবধান করেছিলেন চিকিৎসকরা। এমনকী এখনও যাতে এমন ঘটনা না ঘটে সেই কারণে চিকিৎসকরা বারবার সতর্ক করেন। তা স্বত্ত্বেও অজ্ঞানতার বশে স্যানিটাইজার পান করার কারণে প্রাণ হারালেন নয় জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here