রাত ৯টায় ৯মিনিট: অতি উৎসাহের উন্মাদনায় দেশের বিভিন্ন প্রান্তে লাগল আগুন

0
117

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

ঐক্যবদ্ধ হয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করার প্রতীক হিসেবে দেশবাসীকে বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি, টর্চ, মোবাইলের টর্চ, প্রদীপ জ্বালানোর আহ্বান রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এভাবেই সারাদেশকে একসূত্রে বেঁধে মনোবল বাড়ানোর দাওয়াই দিয়েছিলেন তিনি।

সারাদেশব্যাপী সেই আহ্বানে মিলেছে সাড়া। কিন্তু অতি উৎসাহীদের ভূমিকায় আতসবাজি ফাটা, ফানুস ওড়া, শব্দবাজি ফাটার খবরও এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রীতিমতো দীপাবলির আমেজ!

এই আতশবাজি ফাটাতে গিয়ে ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে বিপত্তি।এই অতি উৎসাহের উন্মাদনা থেকে আগুন লাগার খবর পাওয়া গেছে জয়পুর, সোলাপুর ,হায়দ্রাবাদ, অমরপ্রিত, মেহেদীপাট্টানম, পাটনা নিকটস্থ রামকৃষ্ণভালনগর প্রমূখ জায়গা থেকে।

জয়পুরের বৈশালী নগরের বস্তির এক বাড়িতে লেগে যায় আগুন। দাও দাও করে জ্বলে ওঠা সে আগুনে পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও পাওয়া গেছে।

অন্যদিকে আগুন লাগার খবর এসেছে মহারাষ্ট্রের সোলাপুর এয়ারপোর্টের কাছ থেকেও। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড এর ৪ ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

(ফিচার ছবি সৌজন্যে:Sagar Surawase/Twitter, খবরে প্রকাশিত ভিডিওগুলোর সত্যতা যাচাই করেে দেখেনি নিউজফ্রন্ট)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here