মুনিরুল তারেক, বাংলাদেশঃ
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ১২ মার্চ সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করে ভারত।দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশের নাগরিকদের জন্য ৯ শ্রেণির অনলাইন ভিসা পুনরায় চালু করা হয়েছে। গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
পর্যটন ব্যতিত চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিকেরা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।হাইকমিশন থেকে জানানো হয়েছে, শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় চালু করা হবে।
আরও পড়ুনঃ ঢাকাস্থ বিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীর দেশে প্রত্যাবর্তন
নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী গত ৫ অক্টোবর যোগদানের পর পরই এই ঘোষণা এলো।উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় হাজারো মানুষ ভারতে যান। দীর্ঘ দিন ভিসা বন্ধ থাকায় চিকিৎসকের সিরিয়াল নেয়া সত্ত্বেও যেতে না পারায় ভোগান্তিতে পড়তে হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584